শাখাঃ ভূতাত্ত্বিক মানচিত্রায়ন ও কোয়াটারনারী ভূতত্ত্ব
(Branch: Geological Mapping and Quaternary Geology)
শাখা প্রধান | |
জনাব নাসিমা বেগম পরিচালক (ভূতত্ত্ব) ফোন (অফিস): ০২-৫৫১৩০৬৩৯ মোবাইল: ০১৫৫২৩১৪৪১৬ ই-মেইল: nasima.begum@gsb.gov.bd |
বাংলাদেশের শতকরা ৮০ ভাগ এলাকা কোয়াটারনারী যুগের পলল দ্বারা গঠিত। অবশিষ্ট এলাকা টারশিয়ারী যুগের শিলায় গঠিত পাহাড়ী অঞ্চল। সার্বিক বিবেচনায় দেশের বিভিন্ন উন্নয়নে ভূতাত্ত্বিক মানচিত্রের গুরুত্ব অপরিসীম। এ দৃষ্টিকোণ থেকে উক্ত শাখার মাধ্যমে মূলতঃ ১:৫০,০০০ স্কেলে উপজেলা ভিত্তিক মানচিত্রায়ন করা হয়ে থাকে। এছাড়াও বিশেষ ক্ষেত্রে ১:২৫০,০০০ স্কেলেও ভূতাত্ত্বিক মানচিত্র প্রস্তুত করা হয়। মানচিত্রায়ন কাজের পাশাপাশি কোয়াটারনারী যুগের ভূতাত্ত্বিক ইতিহাস ও জলবায়ুর তথ্যাদি গবেষণার মাধ্যমে উম্মোচন করা, বিভিন্ন দূর্যোগ যথা - বন্যা, নদী ভাঙ্গন, জলোচ্ছ্বাস, নদীর গতিপথ পরিবর্তন ইত্যাদি বিষয়ের উপর তথ্য সংগ্রহ ও কারণ শনাক্ত করা হয়।
শাখার কর্মকর্তাবৃন্দ | |||
ড. মোঃ আহসান হাবিব উপ-পরিচালক (ভূতত্ত্ব) ফোন (অফিস): ০২-৪৯৩৫৭৯০২ মোবাইল: ০১৭১৫৯১৩৪৬৯ ইমেইল: ahsan.habib@gsb.gov.bd |
মোঃ হোসেন খসরু উপ-পরিচালক (ভূতত্ত্ব) ফোন (অফিস): ০২-৫৫১৩০৫৯০ মোবাইল: ০১৭১১৩৭৩২৭৮ ইমেইল: hossain.khasru@gsb.gov.bd |
||
জোবায়ের মাহমুদ সহকারী পরিচালক (ভূতত্ত্ব) ফোন (অফিস): মোবাইল: ০১৮৫৮৩৩৪৮৯৩ ইমেইল: zobayer.mahmud@gsb.gov.bd |
কে.এম.ইমাম হোসেন সহকারী পরিচালক (ভূতত্ত্ব) ফোন (অফিস): মোবাইল: ০১৭১৫৪৯৫৪৪৬ ইমেইল: imam.hossain@gsb.gov.bd |
||
মোঃ মহি উদ্দিন সহকারী পরিচালক (ভূতত্ত্ব) ফোন (অফিস): মোবাইল: ০১৯১১০৩২৫১১ ইমেইল: mohi.uddin@gsb.gov.bd |
মোঃ মিজানুর রহমান সহকারী পরিচালক (ভূতত্ত্ব) ফোন (অফিস): মোবাইল: ০১৫১৮৩৪২৮০২. ইমেইল: rahman.mizan@gsb.gov.bd |
||
মোঃ নাজমুল হাসান সহকারী পরিচালক (ভূতত্ত্ব) ফোন (অফিস): মোবাইল: ০১৮১৪৩৪৫৪৪৭ ইমেইল: spnazmulgm14@gmail.com |
দায়িত্ব ও কার্যাবলীঃ